ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০০:১৭, ২৩ আগস্ট ২০১৯

সাতক্ষীরায়  ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার গৃহবধূ জাহানারা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। জাহানারা বেগম (৩৫) ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন জাহানারা বেগম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনায় নেয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এর আগে বৃহস্পতিবার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে মাদরাসা ছাত্র আলমগীর গাজী (১৪) খুলনায় মারা যায়। আলমগীর সাতক্ষীরার কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
×