ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাৎক্ষণিক লেবার ভিসা সার্ভিস চালু করেছে সৌদি আরব

প্রকাশিত: ১৩:০১, ২৩ আগস্ট ২০১৯

তাৎক্ষণিক লেবার ভিসা সার্ভিস চালু করেছে সৌদি আরব

শ্রমিক নিয়োগ সহজ করতে সৌদি সরকার চালু ‘ইন্সট্যান্ট’ বা তাৎক্ষণিক লেবার ভিসা সার্ভিস। গত সোমবার সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। ইলেক্ট্রনিক পোর্টালের মাধ্যমে এই সেবা দেয়া হবে। গাল্ফ ডিজিটাল নিউজ। এর আগে বেসরকারী সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভিসা পেতে সময় ব্যয় করতে হতো আট মাস। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এ সেবা এখন তাৎক্ষণিকভাবে দেয়া হবে। তবে সব কোম্পানিই এই সুবিধার আওতায় আসবে না। ওইসব কোম্পানি এই সুবিধা পাবে যারা তাদের প্রতিষ্ঠানে সৌদিকরণের অংশ হিসেবে উচ্চ হারে সৌদি আরবের নাগরিকদের নিয়োগ দিয়েছে, মন্ত্রণালয়ের বিধিবিধান পুরোপুরি মেনে চলেছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্থানীয়করণ বনাম তাৎক্ষণিক নিয়োগ’ ফর্মুলার মাধ্যমে সৌদিকরণ বৃদ্ধির লক্ষ্যে এই সার্ভিস চালু হয়েছে।
×