ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ত্রুটিপূর্ণ বিদেশী জাহাজের ছবি তুলে স্বীকৃতি পেলেন ক্যাপ্টেন ফয়সাল

প্রকাশিত: ১৩:০০, ২৩ আগস্ট ২০১৯

ত্রুটিপূর্ণ বিদেশী জাহাজের ছবি তুলে স্বীকৃতি পেলেন ক্যাপ্টেন ফয়সাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেনার নিয়ে আসা একটি বিদেশী জাহাজের ছবি তুলে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ক্যাপ্টেন ফয়সাল আজিম। তিনি নৌবাণিজ্য দফতরের খ-কালীন সার্ভেয়ার ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ। এ অর্জন দেশের মেরিটাইম খাতের জন্য সম্মানের। ক্যাপ্টেন ফয়সাল আজিম জানান, ভারত মহাসাগরভুক্ত দেশগুলোর বাণিজ্যিক জাহাজ পরিদর্শনে জন্য গঠিত সংস্থা ‘ইন্ডিয়ান ওশান মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অন পোর্ট স্টেট কন্ট্রোল’ এর কমিটির ২২তম সভা দক্ষিণ আফ্রিকার ক্যাপটন শহরে শুরু হয়েছে গত ১৯ আগস্ট। সেখানে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইরিত্রিয়া, ভারত, সুদান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মরিশাস, ইরান, শ্রীলঙ্কা, কেনিয়া, মালদ্বীপ, ওমান, ইয়েমেন, ফ্রান্স, বাংলাদেশ, কমোরোস, মোজাম্বিক, সিচেলিস, মায়ানমার, মাদাগাস্কারসহ ২০ দেশের প্রতিনিধি। সভায় প্রদর্শিত হয় এসব দেশের বার্ষিক জাহাজ পরিদর্শন প্রতিবেদন ও জাহাজের ত্রুটিগুলোর স্থিরচিত্র। এতে সেরা ছবি হিসেবে স্বীকৃতি পায় চট্টগ্রাম বন্দরে আসা ত্রুটিপূর্ণ একটি বিদেশী জাহাজের ছবি। ২০১৮ সালে ছবিটি তোলেন ক্যাপ্টেন ফয়সাল আজিম। উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা থেকে বাংলাদেশ এবারই প্রথম এমন সম্মান অর্জন করল।
×