ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সেনা বাহিনীর এ্যাকাউন্ট ফের জব্দ করল ফেসবুক

প্রকাশিত: ১২:৪৬, ২৩ আগস্ট ২০১৯

মিয়ানমার সেনা বাহিনীর এ্যাকাউন্ট ফের জব্দ করল ফেসবুক

জনকণ্ঠ ডেস্ক ॥ এক বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক এ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ জব্দ করেছে ফেসবুক। ভুয়া পরিচয় ব্যবহার করে এগুলো থেকে সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। খবর ইয়াহুর নিউজের। বুধবার এক ব্লগপোস্টে ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইসার জানান, অননুমোদিত কার্যকলাপের কারণে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৯ ফেসবুক এ্যাকাউন্ট, ১০৭ পেজ, ১৫ গ্রুপ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ইনস্টাগ্রামের পাঁচটি এ্যাকাউন্টও বন্ধ করা হয়। ‘নিজেদের পোস্ট ছড়িয়ে দিতে এসব এ্যাকাউন্টের লোকজন ভুয়া পরিচয় ব্যবহার করছিল। আমাদের তদন্তে দেখা যায়, এগুলো থেকে চালানো কার্যকলাপ মিয়ানমার সেনাবাহিনীর কিছু ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট।’
×