ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার শটে বিশ্বসেরা কুটিনহো

প্রকাশিত: ১২:৩১, ২৩ আগস্ট ২০১৯

দূরপাল্লার শটে বিশ্বসেরা কুটিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ দূরপাল্লার শটে বর্তমান ফুটবলারদের মধ্যে ফিলিপ কুটিনহো সবার সেরা। এমন বলেছেন লিভারপুলের তারকা কোচ জার্গেন ক্লপ। দ্য রেডস শিবিরে থাকার সময় দীর্ঘদিন ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডারকে দেখেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন কোচ। আর তাতে তিনি ভালমতোই বুঝেছেন, কুটিনহোর চেয়ে এক্ষেত্রে কেউ এগিয়ে নেই। সম্প্রতি দলবদলে বার্সিলোনা থেকে ধারে বেয়ার্ন মিউনিখে গেছেন কুটিনহো। এতে করে কাতালানদের ক্ষতি হয়েছে বলেই মনে করেন ক্লপ। তার মতে কুটিনহো এমন একজন খেলোয়ড় যে একাই যে কোন মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারে। বেয়ার্ন তাদের পেয়ে অনেক লাভবান হয়েছে। লিভারপুল কোচের বিশ্বাস, জার্মান জায়ান্টরা বিশ্বমানের এক ফুটবলারকে দলে নিয়েছে। যিনি কিনা খেলেন জুভেন্টাস কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরোর মতো। ২০১৮ সালের জানুয়ারিতে বার্সায় যোগ দেয়ার আগে কুটিনহো সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ ম্যাচ খেলেছেন লিভারপুলের জার্সিতে। এর মধ্যে ৮৯ ম্যাচ খেলেছেন জার্মান কোচ ক্লপের অধীনে। ব্রাজিলের হয়ে ৫৫ ম্যাচ খেলা কুটিনহো দ্য রেডসদের হয়ে করেছেন ৫৪ গোল। এ্যানফিল্ডে ব্রাজিলিয়ান তারকাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছেন ক্লপ। কুটিনহোর বাম দিক দিয়ে ছুটে চলা, দূরপাল্লার ট্রেডমার্ক শট ডেল পিয়েরোকে মনে করিয়ে দেয় ক্লপকে। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরো ১৯৯৩-২০১২ মৌসুম পর্যন্ত জুভেন্টাসের হয়ে ২০০ গোল করেছেন। কুটিনহোকে ডেল পিয়েরোর সঙ্গে তুলনা দেয়ার ক্ষেত্রে মেইঞ্জ ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ বলেন, দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে কুটিনহোর অবিশ্বাস্য দক্ষতা আছে। নিয়মিতভাবে আমি কখনও দেখিনি একটা খেলোয়াড় বাঁ পাশ থেকে বল নিয়ে ছুটে এসে দূরপাল্লার শট নিচ্ছে। এমন কাজ কেবল করতেন ডেল পিয়েরো। ক্লপের মতে, গোল করার সক্ষমতা থাকা তেমন বড় ব্যাপার নয়, তবে উত্তরাধিকারসূত্রে অসাধারণ আক্রমণাত্মক খেলোয়াড় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। অনেক স্বপ্ন নিয়ে বার্সিলোনায় এসেছিলেন কুটিনহো। খুব যে খারাপ করেছেন তা নয়। কিন্তু পর্যাপ্ত সুযোগের অভাবে মাত্র এক বছরের মধ্যেই ন্যুক্যাম্প ছাড়তে হয়েছে সেলেসাও তারকাকে। অথচ বার্সায় আসার পর কুটিনহো বলেছিলেন, এটা জানতে পারাটা অবিশ্বাস্য যে, আমি আইডলদের সঙ্গে। অনেক ইতিহাস আছে এমন সব খেলোয়াড়দের সঙ্গে থাকতে যাচ্ছি।
×