ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিআর সেভেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতেন এলএমটেন

মেসির কারণে আমি সেরা হয়েছি ॥ রোনাল্ডো

প্রকাশিত: ১২:২২, ২৩ আগস্ট ২০১৯

মেসির কারণে আমি সেরা হয়েছি ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ইদানীং চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত এক সপ্তাহজুড়ে অন্ততপক্ষে তিনবার বার্সিলোনার আর্জেন্টাইন তারকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জুভেন্টাসের পর্তুগীজ মহাতারকা। বৃহস্পতিবার রোনাল্ডো আরেকধাপ বাড়িয়ে বলেছেন, তার সেরা খেলোয়াড় হওয়ার পেছনে মেসির অবদানই বেশি। মেসির কারণেই তিনি সেরা হতে পেরেছেন। সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, আমি মেসির ক্যারিয়ার এবং দলকে প্রশংসা করি। আমি যখন স্পেন ছাড়লাম সে হতাশ হয়েছিল। কারণ সে আমাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করতো। এটা আমার জন্য ক্ষতিকর হয়েছে। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে নিজেরই লাভ। রোনাল্ডো বলেন, এটা ভাল প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু অদ্বিতীয় নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানের প্রতিদ্বন্দ্বিতা ছিল। ফর্মুলা ওয়ানে ছিল আয়ারটন সেন্না ও এ্যালেইন প্রোস্টের মধ্যে। বিষয়টা হচ্ছে এসব স্বাস্থ্যসম্মত প্রতিদ্বন্দ্বিতা। এতে নিজেরই লাভ হয়। পাঁচবারের ফিফা সেরা তারকা বলেন, আমার কোন সন্দেহ নেই যে, মেসি আমাকে সেরা খেলোয়াড় বানিয়েছে। এটা তার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি শিরোপা জিতলে সে অবশ্যই মনে ব্যথা পায় আবার সে যখন জিতে তখন আমার ক্ষেত্রেও তা হয়। আমাদের দু’জনের একটা চমৎকার পেশাদার সম্পর্ক আছে। কারণ আমরা দু’জনে ১৫ বছর একই মুহূর্ত ভাগাভাগি করছি। ভবিষ্যতে দু’জনের সম্পর্ক এমনই থাকবে না আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ নিয়েও কথা বলেছেন জুভেন্টাস তারকা। সুদর্শন সুপারস্টার বলেন, আমরা একসঙ্গে কখনও ডিনার করিনি। ভবিষ্যতে কি হবে তা অজানা। আমি এসবের মধ্যে কোন সমস্যা দেখি না। সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় দু’জনেরই লাভ হয়েছে। গত মৌসুমে জুভেন্টাসে যাওয়ার আগে রোনাল্ডো রিয়াল মাদ্রিদে এবং মেসি বার্সিলোনার হয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টানা দশ বছর দু’জনে পাঁচবার করে জিতেছেন ব্যালন ডি’অর। সময়ের সেরা দুই মহাতারকা ব্যক্তিগতভাবে যেমন ছিলেন প্রতিদ্বন্দ্বী তেমনি খেলেছেন স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। তাই কখনও বন্ধুত্ব হয়ে ওঠেনি রোনাল্ডো-মেসির মধ্যে। তবে সিআর সেভেন স্পেন ছেড়ে ইতালিতে চলে যাওয়ায় বেশ হতাশ হয়েছিলেন মেসি। এ বিষয়টিই স্মরণ করিয়ে দিয়েছেন পর্তুগাল অধিনায়ক। মেসি ও রোনাল্ডোর মধ্যে ব্যক্তিগত লড়াইটা সবসময়ই দারুণ উপভোগ্য। অনেক সময় দেখা গেছে দু’জন দু’জনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু অনেকের মতে বিষয়টা সঠিক না। এটা মিডিয়ার সৃষ্টি। সাম্প্রতিক সময়ে এ প্রমাণই পাওয়া যাচ্ছে। এইতো গত মার্চে রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মেসি। এখন মেসিকে প্রশংসায় ভাসিয়ে চলেছেন সিআর সেভেন। তবে দু’জনই কৌশলে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন। সপ্তাহখানেক আগে সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, মেসি অসাধারণ এক খেলোয়াড়। শুধু ব্যালন ডি’অর জিতেই নয়, বছর শেষে আমার মতো সে শীর্ষে থাকে। এককথায় মেসি দুর্দান্ত। তবে এর পরই মেসির সঙ্গে তার আসল পার্থক্য কোথায় তা স্মরণ করে দেন পর্তুগীজ তারকা। জুভেন্টাসে খেলা এই সুপারস্টার বলেন, মেসি ও আমার মধ্যে মূল পার্থক্য হচ্ছেÑ আমি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলেছি এবং চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছি। আমি চ্যাম্পিয়ন্স লীগে টানা ছয় আসরে সর্বোচ্চ গোলদাতা। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের পর স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করেন রোনাল্ডো। এবারের মৌসুমে জুভেন্টাসের হয়েও ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন সিআর সেভেনের। এ লক্ষ্যেই পর্তুগীজ তারকাকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তুরিনে প্রথমবার সফল না হলেও এবার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন বুনছেন রোনাল্ডো।
×