ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ফুলপুরের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ১১:০৭, ২৩ আগস্ট ২০১৯

 ফুলপুরের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলপুরের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানম-িতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোঃ রুহুল আমিনসহ তদন্ত সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সানাউল হক জানান, এটি তদন্ত সংস্থার ৭৪তম প্রতিবেদন। এই মামলায় মোট আসামি ১৫ জন। এর মধ্যে ৫ জন গ্রেফতার এবং বাকি ১০ আসামি পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। গ্রেফতার হওয়া ৫ আসামি হলেন- মোঃ গিয়াস উদ্দিন খান (৭৭), সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মোঃ উমেদ আলী (৮৭), মোঃ আবু ছিদ্দিক (৭৫), মোঃ আব্দুল খালেক (৬২)। অভিযোগ রয়েছে- এরা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। চার খন্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
×