ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সকল সূচক বেড়েছে

প্রকাশিত: ০৯:২৫, ২৩ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সকল সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেনে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শেয়ার বিক্রির চাপ কমে যাওয়ায় লেনদেন কিছুটা কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, সকালে সূচকের উর্ধগতি দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৭ ও ১ হাজার ৮৫০ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ৬৩ কোটি ৬৫ লাখ টাকা কম। আগেরদিন লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে ১৫৯টি বা ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৪টি বা ৪১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ১৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ১৮ লাখ টাকার এবং ৬ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। লেনদেনে এরপর রয়েছে- বিকন ফার্মা, ডরিন পাওয়ার, বঙ্গজ, একটিভ ফাইন, আনোয়ার গ্যালভানাইজিং, আলহাজ টেক্সটাইল এবং বিবিএস ক্যাবলস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। সিএসইতে ৪০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৭ শতাংশ ব্যাংকের দর অপরিবর্তিত ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ৩৭ শতাংশ ব্যাংকেরই শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। জানা গেছে, ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ৭টির বা ২৩ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ১২টির বা ৪০ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১টির বা ৩৭ শতাংশ ব্যাংকের। এদিন ১২টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৭০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা কমেছে ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের। এছাড়া পূবালী ব্যাংকের ০.৩০ টাকা; ব্র্যাক ব্যাংকের ০.২০ টাকা এবং সিটি, এক্সিম, ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, সোস্যাল ইসলামী, ট্রাস্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। ৭টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ৭টি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। ব্যাংকগুলো হলো : স্ট্যান্ডার্ড, প্রাইম, প্রিমিয়ার, ন্যাশনাল, মার্কেন্টাইল, আইসিবি ইসলামিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। লেনদেন শেষে ১১টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ১১টি হলো : এবি, আল-আরাফাহ ইসলামী, ব্যাংক এশিয়া, ঢাকা, আইএফআইসি, যমুনা, এনসিসি, ওয়ান, রূপালী, সাউথইস্ট এবং উত্তরা ব্যাংক।
×