ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে প্রতিরোধে সভা

প্রকাশিত: ০৯:২৫, ২৩ আগস্ট ২০১৯

বাল্যবিয়ে প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালাইন্স, আভাস এবং এইড’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম সেরনিয়াবাতের বক্তব্য রাখেনÑ উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, ইউপি সচিব নাসির উদ্দিন সিকদার, শিক্ষক মোঃ আবু হানিফ, নিকাহ রেজিস্টার মোঃ তোরাব আলী মিয়া, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার প্রমুখ। বারিতে প্রশিক্ষক প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বৃহস্পতিবার দিনব্যাপী ‘মানসম্পন্ন ফুল ও বাহারী গাছ উৎপাদন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগ আয়োজিত উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। বারির পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হক, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মোঃ হাবিবুর রহমান শেখ।
×