ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিয়াল ও কুকুরের কাণ্ড ॥ আহত ৪৫

প্রকাশিত: ০৯:২২, ২৩ আগস্ট ২০১৯

শিয়াল ও কুকুরের কাণ্ড ॥ আহত ৪৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ আগস্ট ॥ বুধবার দিনভর বদলগাছী উপজেলার বসন্তপুর, ইন্দ্রশুকনা, পরমানন্দপুর, বেগুনজোয়ারসহ আরও কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সের প্রায় ২০ পুরুষ ও মহিলাকে একটি পাগলা শিয়াল কামড়ে দিয়েছে। কাউকে পেছন থেকে, কাউকে সামনে থেকে অতর্কিতভাবে কামড় দিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করেছে সেই পাগলা শিয়ালটি। এতে করে অনেকেই গুরুতর আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। শিয়ালের কামড়ে আহত বসন্তপুর গ্রামের আর্জিনা, আমেনা, শহীদুল ইসলাম, শফিসহ আরও অনেকেই বলেন, বুধবার দিনের বেলায় তারা গ্রামের পাশের মাঠে ফসলের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে একটি শিয়াল পেছন থেকে এসে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেককে অতর্কিতভাবে কামড়ে দেয়। কারও হাতে, পায়ে আবার কারও নাকে কামড়ে দেয় শিয়ালটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর থেকে শিয়ালটি মাঠে ও রাস্তায় যাকে দেখছে তাকেই অতর্কিতভাবে কামড়ে দিয়েছে। এদিন ওই অঞ্চলে হঠাৎ করেই শিয়ালটি এই তা-ব চালিয়ে আসে বলে জানান স্থানীয়রা। প্রথম কামড়ে দেয় ইন্দ্রশুকনা গ্রামের কয়েকজন পথচারীকে। এরপর গ্রামবাসীরা শত চেষ্টা করেও পাগলা শিয়ালটিকে মেরে ফেলতে না পারায় ওই দিন বাজারে আসার সময় আরও কয়েকজন পথচারীকে কামড়ে দেয় শিয়ালটি। সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিন ঘণ্টায় ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুরহরি গ্রাম থেকে পৌরসভা পর্যন্ত পথচারীদের কামড়ানোর ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কোন ভ্যাকসিন পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার পুরহরি গ্রামে একটি পাগলা কুকুর হঠাৎ লোকজনকে কামড়ানো শুরু করে। কুকুরটি পুরহরি থেকে নান্দাইল উপজেলা সদরের দিকে আসার পথে রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে জখম করেছে। এ সময় কুকুরের কামড়ে কাইয়ুম (৫৬), আলতু মিয়া (৬৫), মোর্শেদ আলী (৭৫), রফিক মিয়া (৩৫), নুরুল হক (৬০), ছাবিকুন্নার (২৫), মোবারক হোসেন (৪৫), নার্গিস আক্তার (৩০), মর্জিনা আক্তার (৩৫) ও সুরুজ আলী (৫০) সহ মোট ২৫ জন আহত হয়েছে। আহত ছাবিকুন্নাহারের পিতা তাহের উদ্দিন (৬৫) জানান, তিনি মেয়েকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে মেরাকোনা গ্রামের বাড়ি থেকে ইজিবাইকযোগে নান্দাইল সদরে আসেন। এ সময় পথে জলসিঁড়ি বাসস্ট্যান্ডে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হন। নূরুল হক (৬০) জানান, আহত অবস্থায় হাসপাতালে গেলে সেখানে ভ্যাকসিন না থাকায় তিনি বাহির থেকে চিকিৎসা করিয়েছেন। আহত নার্গিস আক্তারের স্বামী শহীদুল খান (৪০) বলেন, তার স্ত্রীকে কামড়ের পর লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
×