ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু সচেতনতায় মানববন্ধন

প্রকাশিত: ০৯:২০, ২৩ আগস্ট ২০১৯

ডেঙ্গু সচেতনতায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ আগস্ট ॥ শিশু নির্যাতন বিরোধী ও ডেঙ্গু সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোলাম মোস্তফা সড়কে বর্ণধারা একাডেমির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্ণধারা একাডেমির অধ্যক্ষ এসএম আসগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি নাসিম উদ্দিন, তাজুল ইসলাম, মনিরুজ্জামান, মফিজুল ইসলাম বাবুল জোয়াদ্দার প্রমুখ। বরের দণ্ড স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার মাকড়খোলা গ্রামে এক বালিকাকে বধূ হওয়ার হাত থেকে (বাল্যবিয়ে) রক্ষা করা হয়েছে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কথিত বর ইকবাল হোসনকে (১৫) শাস্তি দিয়ে কারাগারে পাঠিয়েছেন। মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামের আকিম উদ্দিনের মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী আদুরী খাতুনের (১৩) সঙ্গে ভাদড়া গ্রামের মহসিন আলীর ছেলে ইকবাল হোসেনের বিয়ের অনুষ্ঠান শুরু হয় বুধবার রাতে। এলাকার সুধীজন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিয়াকত আলী শেখকে খবর দেয়। তিনি দ্রুত থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করে দেন।
×