ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে সংখ্যালঘুর ঘরে গভীর রাতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৯:১৯, ২৩ আগস্ট ২০১৯

মির্জাপুরে সংখ্যালঘুর ঘরে গভীর রাতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ আগস্ট ॥ মির্জাপুরে এক দরিদ্র সংখ্যালঘু পরিবারের বসতঘর দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। বাড়ির মালিক স্বপ্না সরকারের ছেলে প্রমথ সরকার বেলা ১১টার দিকে মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, তার মা স্বপ্না সরকার ও দিদি (নানি) মিনতী সরকার অন্যদিনের মতো খাবার শেষে রাতে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার পর কে বা কারা প্রথমে ঘরের চালে ঢিল মারে। তারপর ঘরের বেড়ায় ও চালে তরল দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। এর কিছুক্ষণ পর দাউ দাউ করে আগুন জ্বলে উঠে বসতঘরে। দরজা খুলে দুইজন লোককে দৌড়িয়ে পালাতে দেখেন তারা। তাদের চিৎকারে এলাকার লোকজন এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। এদিকে স্বপ্না সরকারের বসতঘর, মালামাল ও নগদ অর্থ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ দেবেন বলে প্রমথ সরকার জানান। মির্জাপুর থানার ওসি মোঃ সায়েদুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
×