ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমান্তে গুলিবিনিময়

দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:১৮, ২৩ আগস্ট ২০১৯

দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে গুলিবিনিময়কালে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যং উলুবুনিয়া বরাবর নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছৈয়দ হোসেনের ছেলে সাকের (২২) ও টেকনাফ হ্নীলা মুচনী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোঃ আলীর পুত্র নুর আলী (৩০)। টেকনাফ ২ বিজিবি সূত্র জানায়, নৌকায় করে মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবার একটি চালান নাফ নদী অতিক্রম করে উপকূলে প্রবেশ করার সময় বিজিবির সদস্যরা থামার সঙ্কেত দিলে পাচারকারীরা বিজিবি সদস্যদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল দুই ইয়াবা পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের দুইজনকেই মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।
×