ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদ

প্রকাশিত: ০৯:১৮, ২৩ আগস্ট ২০১৯

জয়পুরহাটে ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদ

নিজস্ব সংবাদাতা, জয়পুরহাট, ২২ আগস্ট ॥ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বৃহস্পতিবার জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে নয়ন আলী ম-ল। এ সময় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদুল ইসলাম, নেজাম উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, মোরসালিন, জুয়েল রানা প্রমুখ। লিখিত বক্তব্যে নয়ন আলী ম-ল জানান, ক্ষেতলাল পৌরসভার রামপুরা মহল্লার বাসিন্দা মৃত. আছির ম-লের ছেলে প্রভাবশালী আব্দুল মজিদ ম-ল তার ৭৪ শতাংশ তিন ফসলি জমিতে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুকুর খনন করছেন। আর এই পুকুর খননের মাধ্যমে ওই এলাকার কৃষকদের তিন ফসলি জমি পুকুরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি ইতোমধ্যেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে লিখিত আকারে অভিযোগ দায়ের করলেও পুকুর খনন বন্ধে এখনও কোন প্রকার উদ্যোগ গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষিত ॥ দুইজন গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ আগস্ট ॥ কালীগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার রাতে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। নির্যাতিতার মা অভিযোগ করেন, সন্ধ্যার পর তার মেয়ে বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। সেসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে ওই গ্রামের প্রিন্স, রাসেলসহ তিনজন তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। সেখান থেকে পার্শ্ববর্তী কলাবাগানের ভেতর নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে ফেলে দেয়। তখন গ্রামের এক ব্যক্তি দেখে ফেললে ধর্ষকরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
×