ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:১৩, ২৩ আগস্ট ২০১৯

ইয়েমেনে ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এমকিউ-নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রাজধানী সানার দক্ষিণ-পূর্বে দামার প্রদেশে এমকিউ-নাইন ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার কথা মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন। রয়টার্স। হুতি সামরিক বাহিনীর এক মুখপাত্র একটি মার্কিন ড্রোনকে গুলি করে নামানোর কথা আগেই দাবি করেছিল। এর পর পরিচয় না প্রকাশ করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়েছে। ভূপাতিত ড্রোনটি অস্ত্রসজ্জিত ছিল এবং হুতিদের সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ভূপাতিত হয়েছে, এমনটি মনে করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ব্যয়বহুল ড্রোন হারানো বড় ধরনের ক্ষতি হলেও এটি নজিরবিহীন ঘটনা নয় এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের কোন প্রতিক্রিয়া দেখাবে না বলেই মনে করছেন তারা। এর আগে জুনেও আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল হুতি বিদ্রোহীরা।
×