ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে আমরা আরও ১৯ বছর থাকতে চাই না

প্রকাশিত: ০৯:১২, ২৩ আগস্ট ২০১৯

আফগানিস্তানে আমরা আরও ১৯ বছর থাকতে চাই না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতসহ অন্যান্য দেশকে আফগানিস্তানের জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার হচ্ছে না এমন ইঙ্গিত দেয়ার একদিন পর তার এ মন্তব্য এলো। এপি। ট্রাম্প বলেন, আফগান জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধে বর্তমানে অন্যান্য দেশ খুব কমই সহায়তা করছে। আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গীদের প্রত্যাবর্তন বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে এসব মন্তব্য করেন। ট্রাম্প বলেন, কিন্তু একটা সময় এসব দেশকে এসব জঙ্গীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ আমরা কী সেখানে আরও ১৯ বছর থাকতে চাই না। ট্রাম্প বলেন, সাত হাজার মাইল দূর হলেও আফগানিস্তানের জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ভারত ও পাকিস্তান কাছাকাছি অবস্থান করলেও তারা জঙ্গীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। ট্রাম্প বলেন, দেখুন, আফগানিস্তানের কাছেই ভারত। তারা এটার বিরুদ্ধে যুদ্ধ করছে না। আমরা যুদ্ধ করছি। পাকিস্তান একেবারেই কাছে। তারা এর বিরুদ্ধে খুব সামান্যই প্রতিরোধ গড়ে তুলছে। খুব, খুব সামান্য। এটা ঠিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সাত হাজার মাইল দূরে অবস্থিত। ট্রাম্প বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আইএস নির্মূল করেছে। তিনি বলেন, আইএস সম্পর্কে আমরা বেশি কিছু শুনছি না। আমরা খেলাফত শতভাগ বিনাশ করেছি। যখন আমরা ৯৮ ভাগ নির্মূল করি তখন আমি বলি, সব ঠিক আছে, এখন বাড়ি ফিরে যেতে পারি। এখন এসব দেশকে আসার সুযোগ দেই। তারা বলল, এটা করতে এক বছর সময় লাগতে পারে। কিন্তু এটা করতে আমার এক মাস সময় লেগেছে এবং তারা বিতাড়িত হয়েছে। খেলাফত ধ্বংস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার আইএস যোদ্ধা আটক রয়েছে এবং ইউরোপকে তাদের গ্রহণ করা উচিত। ট্রাম্প বলেন, ইউরোপ যদি তাদের গ্রহণ না করে, তবে তারা যে দেশ (ফ্রান্স ও জার্মানি) থেকে এসেছে সেদেশে তাদের মুক্তি দেয়া ছাড়া কোন উপায় নেই। মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা তাদের পরাজিত করেছি। আমরা তাদের আটক করেছি। আমাদের কাছে হাজার হাজার আইএস বন্দী রয়েছে। আর এখন আমাদের মিত্ররা বলছে, না, আমারা তাদের নেব না। যদিও তারা জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের নাগরিক। সুতরাং আমরা যেসব বন্দীকে আটক করেছি তাদের ফেরত নেয়ার জন্য ইতোমধ্যে মিত্রদের বলা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র তাদের আগামী ৫০ বছরের জন্য গুয়ানতানামো কারাগারে পাঠাতে চায় না এবং তাদের ব্যয় বহন করতে চায় না।
×