ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:৩১, ২২ আগস্ট ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১. ডেটাবেজকে কী বলা হয়? ক. জ্ঞানভান্ডার খ. তথ্যভান্ডার গ. শস্যভান্ডার ঘ.ভান্ডার ২. ডেটাবেজকে কী হিসেবে উল্লেখ করা যায়? ক. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি খ. তথ্য আহরণ পদ্ধতি গ. তথ্য বিশ্লেষণ পদ্ধতি ঘ.তথ্য পাচার পদ্ধতি ৩. ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত? ক. কলাম ও সারি খ. কলাম ও কলাম গ. সারি ও সারি ঘ. ফিল্ড ও রেকর্ড ৪. নিচের কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া? ক. প্রকাশনা খ. ছবি আঁকা গ. সিনেমা ঘ. খেলা ৫. প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ কী বলে? ক. রেঞ্জ খ. রেজুলিউশন গ. ডট ঘ.কমা ৬. নিচের কোনটি সত্য নয়? ক. শিক্ষকরা কেবল দিক নির্দেশকারী খ. শিক্ষার্থীদের নিজেদের সবকিছু শিখতে হয় গ. শিক্ষকরা শিক্ষার্থীদের সবকিছু শেখান ঘ. শিক্ষার্থীদের তাদের উপযোগী সঠিক পথ বেছে নিতে হয় ৭. নিচের কোনটি সত্য? ক. ইন্টারনেট থাকলেই ছাত্র ছাত্রীরা শিক্ষিত হবে খ. ইন্টারনেট সাহায্যে কেবলই গেমস খেলা যায় গ. ইন্টারনেটের খুব ভালো ঈড়হঃবহঃ থাকলেই শিক্ষার হার বাড়বে ঘ. ইন্টারনেট হতে বই ডাউনলোড করে নেওয়া যাবে ৮. বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানী কে? ক. ম্যাক্সওয়েল খ. মার্কনি গ. টমলিনসন ঘ.জগদীশ চন্দ্র বসু ৯. ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? ক. ঋ১ খ. ঝপৎড়ষষ ষড়পশ গ. ঈধঢ়ং ষড়পশ ঘ. চধঁংব ১০. ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ কী? ক. শব্দ প্রক্রিয়াকরণ খ. বর্ন প্রকিয়াকরণ গ. বাক্য প্রক্রিয়াকরণ ঘ. শব্দ প্রতিস্থাপন ১১. বানান সংশোধনের কাজকে বলা হয়- ক. ডিবাগিং খ. এডিটিং গ. প্রুফ দেখা ঘ.এনকোডিং ১২. ¯েপ্রডশিটে ভাগ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? ক. ? খ. ? গ. / ঘ.= ১৩. জটিল হিসাবের জন্য কোনটির ওপর নির্ভর করা যায় না? ক. সুপার কম্পিউটার খ. কম্পিউটার গ. ল্যাপটপ ঘ. ক্যালকুলেটর ১৪. ¯েপ্রডশীটের অভিধানিক অর্থ কী? ক. গুটানো কাগজ খ. ছড়ানো কাগজ গ. জড়ানো কাগজ ঘ. ছেড়া কাগজ ১৫. রেজিষ্ট্রি ক্লিনআপ ব্যবহার করলে আইসিটি যন্ত্রটি- ক. ঠিকভাবে কাজ করবে খ. মাঝে মাঝে কাজ করবে গ. ঠিকভাবে কাজ করবে না ঘ. দ্রুত কাজ করবে ১৬. প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু কী ফাইল তৈরি হয়? ক. পার্মানেন্ট ফাইল খ. টেম্পোরারি ফাইল গ. ওপেন ফাইল ঘ. সফট ফাইল ১৭. টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে- ক. দ্রুত করে দেয় খ. ধীরে করে দেয় গ. মন্থর করে দেয় ঘ. দ্রুত করে দেয় না ১৮.বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন? ক. ২ নবেম্বর ১৮৫৮ খ. ১০ নবেম্বর ১৮৫৮ গ. ২০ নবেম্বর ১৮৫৮ ঘ.৩০ নবেম্বর ১৮৫৮ ১৯. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কখন মৃত্যুবরণ করেন? ক. ৩০ নবেম্বর ১৮৫৮ খ. ২২ ডিসেম্বর ১৮৫৯ গ. ২৩ নবেম্বর ১৯৩৭ ঘ.২২ নবেম্বর ১৯৩৭ উত্তর : ১ (খ) ২(ক) ৩(ঘ) ৪(গ) ৫(খ) ৬(গ) ৭(ঘ) ৮(ঘ) ৯(গ) ১০(ক) ১১(গ) ১২(ঘ) ১৩(ঘ) ১৪(খ) ১৫(ঘ) ১৬(খ) ১৭(ক) ১৮(ঘ) ১৯(গ)।
×