ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট সিরিজ

সিরিজে সমতা আনল বাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ২২ আগস্ট ২০১৯

সিরিজে সমতা আনল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনল স্বাগতিক বাংলাদেশ। বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ইমার্জিং দল ৪৯.৪ ওভারে ২৭৩ রান করতেই গুটিয়ে যায়। কামিন্দু মেন্ডিস ৬৫, ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৫, অধিনায়ক চারিথ আশালঙ্কা ৪৫, জেহান ড্যানিয়েল ৪৩ রান করেন। শফিকুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান করে জিতে যায় বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচসেরা ইয়াসির আলী ৮৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রান করেন। দলের ৬৪ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর শান্ত ও ইয়াসির মিলে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে দলকে ভাল অবস্থানে নিয়ে যান। শান্ত আউট হলেও ইয়াসির এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলের ১৮৪ রানে যখন শান্ত আউট হন তখন জিততে ৮৪ বলে ৯০ রানের দরকার ছিল। সেখান থেকে ইয়াসির উইকেট আঁকড়ে থাকেন। চতুর্থ উইকেটে ইয়াসির ও আফিফ হোসেন ধ্রুব মিলে ৪৩ রানের জুটি গড়েন। দল অনেকটা পথ এগিয়ে যায়। তবে দলের ২২৭ রানে গিয়ে যখন ইয়াসির আউট হন তখন বিপদ আসতে শুরু করে। সেই বিপদ দূর করতে গিয়ে আরও চারটি উইকেট হারায় বাংলাদেশ। ২৬১ রানে অষ্টম উইকেট পড়ার পর শেষ পর্যন্ত আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ৩ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে। সিরিজে সমতাও আনে। সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডেটি শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্কোর ॥ শ্রীলঙ্কা ইমার্জিং দল ইনিংস ॥ ২৭৩/১০; ৪৯.৪ ওভার (মেন্ডিস ৬৫, নিসাঙ্কা ৫৫, আশালঙ্কা ৪৫, ড্যানিয়েল ৪৩; শফিকুল ৩/৫১, নাঈম ২/৩৫)। বাংলাদেশ ইমার্জিং দল ইনিংস ॥ ২৭৪/৮; ৪৯.৩ ওভার (ইয়াসির ৮৫, শান্ত ৭৭, সাইফ ২৭, ধ্রুব ১৮; ফার্নান্দো ২/৩০)। ফল ॥ বাংলাদেশ ইমার্জিং দল ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইয়াসির আলী (বাংলাদেশ ইমার্জিং দল)।
×