ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন এনিসিমোভা

প্রকাশিত: ১২:২০, ২২ আগস্ট ২০১৯

ছিটকে গেলেন এনিসিমোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে খেলছেন না এমান্ডা এনিসিমোভা। মূলত পিতার মৃত্যুর কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস ওপেন। মঙ্গলবার এক বিবৃতিতে এমান্ডা এনিসিমোভার পরিবার জানায়, ‘আমাদের পিতার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে যারা পাশে থেকে আমাদের সমর্থন এবং ভালবাসা দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রদর্শন করছি।’ এনিসিমোভার বাবা কোন্সটান্টিন এনিসিমোভ। এনিসিমোভার কোচ হিসেবেও ভূমিকা পালন করতেন তিনি। কিন্তু সোমবার তার মৃত দেহ পাওয়া যায়। যদিওবা এ প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এ সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৫৩। ১৯৯৮ সালে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যায় এনিসিমোভার বাবা-মা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেই জন্ম হয় এনিসিমোভার। কিন্তু জন্মের তিন বছর পর নিউ জার্সি থেকে ফ্লোরিডায় চলে যায় তার পরিবার। এ বছরেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন এনিসিমোভা বিশেষ করে ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে। শিরোপা জিততে না পারলেও ১৭ বছরের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড় চমকপ্রদ পারফর্মেন্সের সৌজন্যে রোঁলা গ্যারোঁর সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করেই বাজিমাত করেন এনিসিমোভা। কিন্তু পরবর্তী রাউন্ডে এ্যাশলে বার্টির কাছে হেরে যান তিনি। শেষ পর্যন্ত সেই এ্যাশলে বার্টিই ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হন। শিরোপা জিততে না পারলেও ফ্রেঞ্চ ওপেনের শেষ চারের টিকেট কেটেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এনিসিমোভা। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ২৪ নম্বরে। ইউএস ওপেনে বাছাই খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পেতেন তিনি। কিন্তু তার বাবার মৃত্যু শেষ পর্যন্ত মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে তাকে। তবে ইউএস ওপেনে খেলা নিয়ে তার সংশয়ও ছিল।
×