ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ১১ দফা দাবি

প্রকাশিত: ১১:৫০, ২২ আগস্ট ২০১৯

সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ১১ দফা দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সংখ্যালঘুদের নিরাপত্তা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার সুরক্ষার স্বার্থে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ। শ্রীকৃষ্ণের জন্মোৎসব সামনে রেখে বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতারা। এ সময় তারা জন্মাষ্টমী উদ্যাপনের বিস্তারিত কর্মসূঈ তুলে ধরেন। লিখিত বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে জানান, আগামীকাল শুক্রবার চট্টগ্রামে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে এই উৎসব। সকাল ১০টায় জেএমসেন প্রাঙ্গণ থেকে মহাশোভাযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার মাহবুবর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি ও দেশ-বিদেশ থেকে আগতরা। তাই চারদিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
×