ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএমবির চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৯, ২২ আগস্ট ২০১৯

জেএমবির চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির চার সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশে ঢাকার বাড্ডায় একত্রিত হয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ এর একটি দল ঢাকার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ রফিকুল ইসলাম ওরফে ইউসুফ (২৮), মোঃ আলমগীর হোসেন (৩০), মোঃ মহিদুল ইসলাম ওরফে সাইফুল্লাহ (২২) ও মোঃ হারুন-অর-রশিদ (২৮) নামের চার জেএমবি সদস্য গ্রেফতার হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে জঙ্গী কর্মকা-ে উদ্বুদ্ধ করার ৭টি বই, ১টি ম্যাগজিন, ১টি নোটবুক, জঙ্গীবাদের আলামত সমৃদ্ধ ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন ও ১৫টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত রফিকুলের তথ্যমতে, সে ১৯৯২ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করে।
×