ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বিদ্রোহীদের অন্যতম ঘাঁটির পতন

প্রকাশিত: ১১:৪৪, ২২ আগস্ট ২০১৯

সিরিয়ায় বিদ্রোহীদের অন্যতম ঘাঁটির পতন

সিরিয়ায় ইদলিব প্রদেশের খান শেইখুন শহর থেকে পিছু হটেছে বিদ্রোহীরা। প্রদেশটি তাদের অন্যতম ঘাঁটি ছিল। বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আশশাম (এইচটিএস) ওই ছেড়ে দেয়ার কথা স্বীকার করলেও তারা জানিয়েছে এটি তাদের কৌশলগত পদক্ষেপ। বিবিসি। রাশিয়ার সহযোগিতায় বাশার আল-আসাদ বাহিনী গত কয়েক সপ্তাহে ইদলিবের প্রত্যন্ত ওই শহরের খুব কাছে পৌঁছে গেছে। তাই বিদ্রোহী যোদ্ধারা শহরটি ছাড়তে শুরু করেছে। ইদলিবই দেশটির একমাত্র প্রদেশে যেটি এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং গত পাঁচ বছর ধরে খান শেইখুনের দখল রেখেছে বিদ্রোহীরা। খান শেইখুন নিয়ন্ত্রণ নিতে আসাদ বাহিনী সেখানে ২০১৭ সালে নিষিদ্ধ সারিন গ্যাস হামলা করে বলে অভিযোগ রয়েছে। যদিও সিরিয়া সরকার জাতিসংঘের ওই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। নিষিদ্ধ রাসায়নিক হামলার কারণে সিরিয়াকে শিক্ষা দিতে যুক্তরাষ্ট্র তারপরই দেশটিতে সামরিক অভিযান চালিয়েছিল। সিরীয় বাহিনী খান শেইখুন শহরে পৌঁছে গেছে কিনা তা নিয়ে মঙ্গলবার পর্যন্ত পরস্পরবিরোধী খবর পাওয়া যায়। তবে লন্ডনভিত্তিক সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সরকারী বাহিনীর কাছে শহরটির পতন হয়েছে। কিন্তু ইদলিব প্রদেশের প্রধান বিদ্রোহী দল এইচটিএস বলেছে, শহরে বড় ধরনের বিমান হামলার পর তারা নতুন করে শক্তি সংগ্রহ করছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ খান শেইখুন শহর সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে।
×