ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরান ইস্যুতে গোপন বৈঠক যুক্তরাষ্ট্র ইসরাইল ও আমিরাতের

প্রকাশিত: ১১:৪১, ২২ আগস্ট ২০১৯

ইরান ইস্যুতে গোপন বৈঠক যুক্তরাষ্ট্র ইসরাইল ও আমিরাতের

ইরান ইস্যুতে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোপন বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ এ তিনটি দেশের কাছেই ইরান শত্রু হিসেবে বিবেচিত। ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা জানান, আরব আমিরাত ও ইসরাইল ইতোমধ্যে কিছু নিরাপত্তা সম্পর্কিত তথ্য বিনিময় করেছে এবং অতীতে গোপনে বেশ কয়েকবার আলোচনায় বসেছে। উভয় দেশই ইরানকে এ অঞ্চলের বড় হুমকি হিসেবে তুলে ধরেছে। আর ইসরাইল যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি ও গোপন নজরদারি সফটওয়্যার বিক্রি করেছে আরব আমিরাতের কাছে। নিউইয়র্ক টাইমস। কিন্তু নিরাপত্তা আলোচনার নতুন পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়া সংযুক্ত আরব আমিরাতকে নতুন বার্তা দিতে পারে। যুক্তরাষ্ট্র চায় আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের তথাকথিত সর্বোচ্চ চাপ ইরানের ওপর অব্যাহত রাখুক। যদিও তেহরানের বিরুদ্ধে নেয়া কঠোর কিছু নীতি থেকে সরে এসেছেন আমিরাতের কর্মকর্তারা।
×