ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসের ভাড়া প্লাস্টিক!

প্রকাশিত: ১১:০৯, ২২ আগস্ট ২০১৯

বাসের ভাড়া প্লাস্টিক!

একটা সময় ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছে প্লাস্টিক, লোহা-লক্কড় দিয়ে গ্রামাঞ্চলে মুখরোচক বিভিন্ন খাবার পাওয়া যেত। এখনও পাওয়া যায় অনেক গ্রামে। যদি কেউ বলে প্লাস্টিকের বোতল-কাপ দিয়ে বাস ভাড়া শোধ করা যাবে তাহলে তো বিষয়টি খুবই অভিনব উপায় হবে। পরিবেশ দূষণরোধে এমনই পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের কর্তৃপক্ষ। সেখানে দশটি প্লাস্টিকের কাপ বা পাঁচটি মাঝারি মাপের বোতল অথবা তিনটি বড় বোতল দিলেই মিলছে এক ঘণ্টা ফ্রি বাস রাইডের টিকেট। অবশ্য বোতল বা কাপগুলো হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। একটি ব্যস্ত বাস টার্মিনালে দেখা যায়, হাতে ব্যাগ ভর্তি প্লাস্টিকের বোতল-কাপ নিয়ে দাঁড়িয়ে আছেন অনেক যাত্রী। কারণ হিসেবে জানা গেল, তারা পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে ফ্রি বাস রাইডের টিকেট নিচ্ছেন। কর্তৃপক্ষের এই পদক্ষেপে ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সমুদ্র দূষণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। কর্তৃপক্ষ চায়, ২০২৫ সালের মধ্যে তারা এই দূষণ ৭০ শতাংশ কমিয়ে ফেলবে। আর তা সম্ভব হবে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও মানুষকে সচেতন করে তোলার মাধ্যমে। সুরাবায়া শহরে প্রায় ২৯ লাখ মানুষের বসবাস। এখানে প্রতি সপ্তাহে প্লাস্টিক বর্জ্য দিয়ে ফ্রি টিকেট সংগ্রহ করেন প্রায় ১৬ হাজার যাত্রী। পরিবেশ সুরক্ষায় এটাকে চমৎকার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, প্রতিমাসে প্রায় ছয় টনের মতো প্লাস্টিক বর্জ্য এভাবে সংগ্রহ করা হচ্ছে। -জাকার্তা পোস্ট
×