ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১১:০৮, ২২ আগস্ট ২০১৯

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২১ আগস্ট ॥ সেনবাগে ছাতারপাইয়া ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বুধবার শেষ বিকেলে এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলার ছাতারপাইয়ায় ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে পল্লীমঙ্গল পশ্চিমপাড়া ও গোয়ালপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। খেলার এক পর্যায়ে দুই দলের মধ্যে ফাউল করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই সময় দ’ুদলের মধ্যে হাতাহাতি হলেও বুধবার বিকেলে দু’দল দু’গ্রুপে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়লে ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বিভিন্ন দোকানপাট ভাংচুরসহ ইউপি মেম্বারের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনবাগ থানা পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় সেনবাগ পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি ও চারজনকে আটক করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×