ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতালিতে এক বাসায় বাংলাদেশী দুই ভাইয়ের লাশ

প্রকাশিত: ১০:৫৯, ২২ আগস্ট ২০১৯

ইতালিতে এক বাসায় বাংলাদেশী দুই ভাইয়ের লাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালিতে একটি বাসা থেকে প্রবাসী বাংলাদেশী দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা হলো- আব্দুল হাই (৪১) ও জমির উদ্দিন (৩৮)। তাদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর এলাকায় বলে জানান স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। -খবর বিডিনিউজের। রবিবার দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানের রাজ্জিও এলাকায় এ ঘটনা ঘটে। ইতালির বেশ কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকায় এ খবর প্রকাশ করা হয়। প্রবাসীরা জানান, ওইদিন সকালে শ্রীলঙ্কান এক নাগরিক তার পাশের বাসার জানালা দিয়ে একটি লাশ ঝুলতে দেখে পুলিশে ফোন করেন। পরে দরজা ভেঙ্গে পুলিশ বাসায় ঢুকে দুটি লাশ দেখতে পায়। বাসার সামনের বাগান থেকে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, প্রথমে বড় ভাই হাইকে ছুরিকাঘাতে হত্যার পর আরেক ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের আরেক ভাই কয়েক মাস আগে মিলানের ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান বলে প্রবাসী বাংলাদেশীরা জানান। তারা বলছেন, ছোটভাই জমির প্রায়ই মদ্যপান করতেন। বড় ভাই হাই তাকে নিষেধ করতেন। এ নিয়ে ঝগড়ার জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল সামছুল হক বলেন, ‘আমি বিষয়টি দূতাবাসে জানিয়েছি। পরিবার যদি চায় বাংলাদেশে লাশ পাঠাতে সহায়তা করব আমরা।
×