ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নুসরাত হত্যা মামলা

শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ॥ ১৬ আসামির আইনজীবীকে জেরা

প্রকাশিত: ১০:৫৬, ২২ আগস্ট ২০১৯

শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ॥ ১৬ আসামির আইনজীবীকে জেরা

নিজস্ব সংবাদদাতা, ফেনী ২১ আগস্ট ॥ সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সর্বশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহ আলম ফেনীর নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে বুধবার সাক্ষ্যপ্রদান করেন। তার সাক্ষ্যগ্রহণ চলতে পারে আরও ১/২ দিন। সাক্ষ্যপ্রদান শেষে আদালতে ১৬ আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করবেন। এই সাক্ষ্যপ্রদান ও জেরার মাধ্যমে শেষ হবে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলার স্বাক্ষ্যপ্রদান পর্ব। বুধবার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে আদালতে আসামি পক্ষের আইনজীবীর পূর্বেও আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট জাকির হোসেনের দ্বিতীয়বরের মতো জেরা অনুষ্ঠিত হয়। আসামি পক্ষের আইনজীবী জেরায় আদালতকে জানান- আসামি সহাদাত হোসেন শামীম আসামি রুহুল আমিনের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয়েছে মর্মে পিবিআইর দেয়া অভিযোগপত্রে উল্লেখ আছে। কিন্তু সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের কাছে দেয়া দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তা উল্লেখ নেই। এছাড়া মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হক নোমানের সঙ্গে সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঙ্গে গত ২৭ এপ্রিল থেকে ৭ মে পযর্šÍ মোবইল ফোনে যে কথোপকথন হয়েছে সে বিষয় আদালতে উপস্থাপনের জন্য আসামি পক্ষের আইনজীবীর পূর্বের আবেদনের পরিপ্রক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের পক্ষে উপ পরিচালক (সিস্টেম এ্যান্ড সার্ভিসেস বিভাগ) খালেদ ফয়সল রহমান আদালতে হাজির হয়ে জানান- উর্ধতন কর্তৃপক্ষের পূর্ব থেকে কোন নির্দেশনা না থাকায় ভয়েজ রেকড করা হয় নেই, তাই তা আদালতে দেয়া সম্ভব হচ্ছে না। শুধু এটা বাংলাদেশে নয় সারাবিশ্বে একই সিস্টেমে ভয়েজ কল রেকর্ড করা হয়। তবে চাহিত দিনের দুই মোবাইল ফোনের কললিস্ট আদালতে জমা দেয়া হয়েছে । গত ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত আলিমের আরবী পরীক্ষা প্রথম পত্র দিতে মাদ্রাসায় গেলে দুর্বৃত্তরা তাকে ডেকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর গত ১০ এপ্রিল রাতে মারা যায়।
×