ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে ইভেন্ট ফার্ম নিয়োগ

প্রকাশিত: ১০:৫২, ২২ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে ইভেন্ট ফার্ম নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগ দেয়া হবে। এই ফার্ম আগামী ’২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী মুজিববর্ষ উপলক্ষে নগরসজ্জা, ওয়ার্কশপ, সেমিনারও ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বুধবার সচিবালয়ে অর্থনতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক বসে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের এ প্রসঙ্গে ব্রিফ করেন। বৈঠকে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, জাতীয় বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে ’২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী মুজিববর্ষের বিভিন্ন কার্যক্রমের কর্মপরিকল্পনা তৈরি করেছে। কর্মপরিকল্পনা মোতাবেক বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর স্ব স্ব অধিক্ষেত্রের দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সরাসরি তত্ত্বাবধানে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগের মাধ্যমে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন, নগরসজ্জা ও দেশে-বিদেশে ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন, স্মারকগ্রন্থ, কফি টেবিল, বইপুস্তকসহ বিভিন্ন প্রকাশনা, ভিডিও ডকুমেন্টারি, বিভিন্ন স্মারক তৈরি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন ভৌত সেবা ক্রয়ের প্রয়োজন হবে। ইতোপূর্বে এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের আয়োজনের অভিজ্ঞতা থেকে দেখা যায় উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণপূর্বক এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা কঠিন। এছাড়া, সময় স্বল্পতার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি যথাযথ সম্পন্ন করার জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করাও যুক্তিযুক্ত হবে না। সেজন্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণপূর্বক কয়েকটি স্বনামধন্য ইভেন মানেজমেন্ট ফার্ম, প্রকাশনা প্রতিষ্ঠান এবং অন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করে বর্ণিত কাজগুলো সম্পন্ন করা সমীচীন হবে। এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮- এর বিধি ৭৬ (১) (ট)-তে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণপূর্বক অতি জরুরী বা প্রয়োজনীয় পণ্য, কার্য এবং সেবা ক্রয়ের বিধান রয়েছে। উপযুক্ত বিধানের প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণপূর্বক ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগের মাধ্যমে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন, নগরসজ্জা এবং দেশে-বিদেশে ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন, বিভিন্ন প্রকার ভিডিও ডকুমেন্টারি, বিভিন্ন প্রকারের স্মারক তৈরি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় ভৌত সেবা কার্য সম্পাদনের নিমিত্ত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে অনুমোদন গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মহকুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বেই ’৭১ সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তানের জন্মশতবার্ষিকী উদযাপনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পরের বছর ’২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। রূপকল্প-২১ সামনে রেখেও ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
×