ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ২৫

প্রকাশিত: ১০:৩৩, ২২ আগস্ট ২০১৯

কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষ ॥  মহিলাসহ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ আগস্ট ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।। এতে মহিলাসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর গ্রামে বারেক সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লতু সরদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে বারেক ও লতুর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে মহিলাসহ উভয়পক্ষের আহত হয় অন্তত ২৫ জন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
×