ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার যৌন হয়রানির শিকার রুয়েট শিক্ষার্থী

প্রকাশিত: ১০:৩২, ২২ আগস্ট ২০১৯

 এবার যৌন হয়রানির শিকার রুয়েট শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বখাটেদের হাতে যৌন হয়রানির শিকার হয়ে এবার থানায় মামলা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন তিনি। মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১০ আগস্ট স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হন রুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন শিক্ষক। নগরীর সাহেববাজার মনিচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রুয়েট শিক্ষকে লাঞ্ছনার ঘটনা নিয়ে রাজশাহীতে যখন তুমুল আলোচনা চলছে তখন সোমবার বিকেলে নিজে যৌনহয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। তবে তখন তিনি আইনের আশ্রয় নেননি। এমনকি সোমবার যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমে কথা বলেননি। ওই ছাত্রী ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে লিখেন, তিনি রুয়েট থেকে বাসায় ফিরতে অটোরিক্সায় ওঠেন। অটোতে রুয়েটের আরও দুই সিনিয়র শিক্ষার্থী এবং একজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কিছুটা পথ যাওয়ার পর রুয়েটের দুই শিক্ষার্থী নেমে যান। এরপর শুধু ওই অপরিচিত ব্যক্তি এবং ওই শিক্ষার্থী অটোরিক্সায় থাকেন। কিছুদূর যাওয়ার পর অটোরিক্সা চালক ওই ব্যক্তিকে নামিয়ে দেন। চালক তাকে বলেন, আপনি নেমে যান। আমি আমার নিজস্ব লোক তুলবো। শিক্ষার্থী কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তিকে অটোরিক্সা থেকে জোর করে নামিয়ে দেয় চারজন ‘গু-া’। অটো চলতে শুরু করে। এরপরই অটোরিক্সার ভেতর তাকে যৌন হয়রানি করা হয়। মেয়েটি চিৎকার করতে থাকলে অটোরিক্সা চালক তখন হাসছিলেন। ওই শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেন, নগর ভবনের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে ওই চার ব্যক্তি তাকে অটোরিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। তিনি লেখেন, যতক্ষণে নিজের পায়ে দাঁড় হতে পেরেছি ততক্ষণে অটো বহুদূর। কাহিনীটা শুধু শেয়ার করলাম।
×