ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:৩২, ২২ আগস্ট ২০১৯

 যশোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় পুকুরে ডুবে সাদ (৫) ও আল আমিন (৬) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই। বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সাদ জামাল উদ্দিনের ও আলামিন সৈয়দ আলীর ছেলে। পরিবার ও প্রতিবেশীরা জানায়, বেলা ১২টার দিকে শিশু দুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির কাছে একটি পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। জয়পুরহাটে শিশু নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামে পুকুরে ডুবে মাইশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। জয়পুরহাটে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম (১২) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার জয়পুরহাট- ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নিহত তাসনিমুল ইসলাম সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র । মাদারীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকায় বুধবার বেলা ১১টার দিকে লাবণ্য নামের ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। লাবণ্য মাদ্রার এনামুল মাতুব্বরের মেয়ে। সে সকালে বাড়ির সামনে খেলতে খেলতে সবার অগোচরে পার্শ^বর্তী পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন লাবণ্যকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের মধ্যে খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে শিশু লাবণ্যকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে শিশু স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে আমীর হামজা নামের তিন বছরেরে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের তাতারপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভূঞাপুরে শিশু সংবাদদাতা ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে পড়ে শিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিমু উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের মোঃ শামছুল হকের মেয়ে। জানা যায়, বুধবার সকালে পরিবারের অজান্তেই খেলতে যায় শিমু। শিমুকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আশপাশের বাড়িগুলোতে খুঁজে থাকে।
×