ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যই ছিল ২১ আগস্ট হামলা

প্রকাশিত: ১০:৩২, ২২ আগস্ট ২০১৯

 আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার  উদ্দেশ্যই ছিল ২১ আগস্ট হামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে যথাযথ কর্মসূচীর মধ্য দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো। বিশেষ এইদিনে আইভি রহমানসহ নিহত ও আহতদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করেন নেতারা। এ উপলক্ষে আয়োজিত বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত চট্টগ্রাম নাগরিক উদ্যোগে আয়োজনে অনুষ্ঠিত সভায় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল। একটি রাষ্ট্র কিভাবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের ওপর দমন নিপীড়ন চালাতে পারে তার নজিরবিহীন প্রমাণ সেদিন সৃষ্টি করেছিল তৎকালীন সরকার, যার নেতৃত্বে ছিল স্বাধীনতাবিরোধী অপশক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসী খুনী তারেক রহমান। চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষক প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ এমপি আগ্রাবাদের পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্টের ঘটনা। তৎকালীন বিরোধীদলীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বরিশাল স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার সকালে জেলার মুলাদী ও আগৈলঝাড়া উপজেলার বিক্ষোভ মিছিল, স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক মুলাদীর রামারপোল গ্রামের মোস্তাক আহমেদ সেন্টু কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ শেষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা এতে সভাপতিত্ব করেন। রাজশাহী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রাণ হারানো নারীনেত্রী আইভি রহমানসহ নিহতদের স্মরণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টার দিকে মহানগরীর কুমারপাড়ায় থাকা দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নগরীর লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, বুধবার সকালে মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় চত্বরে র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সভাপতির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও মদদদাতা তারেক জিয়া এবং সহযোগীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়। এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের শাস্তির দাবিতে বুধবার সকালে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপি আইনজীবী ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম মিলন।
×