ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নদী ও খালে জাল ফেলে প্রবাহে বাধা ॥ তলিয়ে গেছে রোপা আমন

প্রকাশিত: ১০:২৭, ২২ আগস্ট ২০১৯

নদী ও খালে জাল ফেলে প্রবাহে বাধা ॥ তলিয়ে গেছে রোপা আমন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলার ভদ্রাবতী নদী ও বেহুলার খালের ৯ পয়েন্টে সোঁতিজাল দিয়ে মাছ ধরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে উপজেলার তালম ইউনিয়নে চলতি রোপা মৌসুমের প্রায় তিন শ’ হেক্টর সদ্যরোপণ করা রোপা ধান তলিয়ে গেছে। তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার হেক্টর। সাম্প্রতি বন্যায় আট শ’ হেক্টর জমির বোনা ও রোপা আমন বিনষ্ট হয়েছে। বোরো ধানের দাম কম হওয়ায় এবং বীজ সঙ্কটের কারণের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এ অঞ্চলের কৃষক। তারা পুনরায় জমি প্রস্তুত করে রোপা আমনের চারা রোপণ করেন। কিন্তু ভদ্রাবতী নদী ও বেহুলার খাড়িতে সোঁতিজাল দিয়ে মাছ ধরার জন্য বাঁধ সৃষ্টি করায়, উজান থেকে আসা ঢলের পানি ভাঁটির দিকে প্রবাহিত হতে না পারায় তালম ইউনিয়নেরর বেশির ভাগ রোপা আমন পানিতে তলিয়ে গেছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আমরা সোঁতিজালের মালিকদের চিহ্নিত করেছি। দু’এক দিনের মধ্যেই অভিযান চালিয়ে সোঁতিজাল অপসারণ করা হবে।
×