ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার ॥ উগ্রপন্থী বই উদ্ধার

প্রকাশিত: ১০:২৫, ২২ আগস্ট ২০১৯

  বরিশালে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার ॥ উগ্রপন্থী বই উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনকে (৩৮) উগ্রপন্থী বই ও লিফলেটসহ জেলার মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতারকৃত সুলতান নাসির উদ্দিন ওই গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলীর পুত্র। গ্রেফতারের বিষয়টি বুধবার দুপুরে বরিশাল র‌্যাব সদর দফতর রূপাতলী কার্যালয় থেকে এক ই-মেইল বার্তায় নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতান নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কিছু উগ্রপন্থী বই ও লিফলেট জব্দ করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান নাসির উদ্দিন জানিয়েছেন, সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, সুলতান নাসির উদ্দিন ১৯৯৬ সালে মুলাদীর পোদ্দারহাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ১৯৯৮ সালে বরিশাল সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করার পর সেলাই (দর্জি) কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপরে ওষুধ কোম্পানি, কার শোরুম, বাইং হাউস ও শেয়ার বাজারে (ব্রোকার হাউস) অফিস সহকারী হিসেবে কাজ করেন। ২০১০ সালের রাজধানী ঢাকায় থাকাকালীন জসিম উদ্দিন রহমানীর সান্নিধ্য লাভ করেন।
×