ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিজ বোমা হামলা

প্রকাশিত: ১২:৩১, ২১ আগস্ট ২০১৯

সিরিজ বোমা হামলা

আফগানিস্তানে স্বাধীনতা দিবসের মাত্র দুই দিন আগে রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত এবং ১৮০ জন আহত হন। যার দায় স্বীকার করেছে আইএস। সোমবার আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিন সরকারী ছুটি ছিল। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজনও করা হয়েছিল। অনুষ্ঠান শেষে শতাধিক মানুষ জালালাবাদের একটি বাজারের কাছে জড়ো হলে সেখানে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে দোকানি গুলাম মোহাম্মদ বলেন, বিস্ফোরণে তার দুই ছেলে এবং এক ভাতিজা আহত হয়েছে। পূর্বের প্রদেশ লাঘমানের রাজধানী মেহত্রালামেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জঙ্গীরা রকেট হামলা চালালে ছয় বেসামরিক নাগরিক আহত হন। আফগানিস্তানের পূর্বের নগরী জালালাবাদে বাজার ও রেস্তরাঁসহ ১০ জায়গায় বোমা বিস্ফোরণে অন্তত ৬৬ জন আহত হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) এবং তালেবান উভয়ই সেখানে সক্রিয়। সূত্র : ইন্টারনেট
×