ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত: ১২:০৪, ২১ আগস্ট ২০১৯

বাগেরহাটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় মাদ্রাসা ছাত্রী (১১) কে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে শরণখোলা থানা পুলিশ। এর আগে সোমবার রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে ইলিয়াস হোসেন (৪৫) নামের ওই সুপারের বিরুদ্ধে মামলা করেন। ইলিয়াস হোসেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাফেজিয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের গফফার জোমাদ্দারের ছেলে। গৌরীপুরের শালিহর হত্যা দিবস আজ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুর উপজেলার শালিহর গণহত্যা দিবসের ৪৮তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় আল বদরদের সহায়তায় পাক সেনারা হিন্দু অধ্যুষিত পশ্চিম শালিহর গ্রামে হানা দিয়ে একজন মুসলমান ও ১৩ জন হিন্দুসহ ১৪ জনকে হত্যা করে। অযতœ অবহেলায় স্মৃতিস্তম্ভটির বেহাল দশা দেখে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধাসহ নতুন প্রজন্ম। গত চার বছর ধরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও আলোচনাসভাসহ নানা আয়োজনে দিবসটি স্মরণ করা হচ্ছে। তবে এখনও স্বীকৃতি মেলেনি শহীদ পরিবারগুলোর। দিবসটি উদযাপনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ বুধবার বিকেলে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিতাসের অভিযান ॥ গাজীপুরে সাড়ে ৫শ’ সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিন কিলোমিটার এলাকার গ্যাসলাইন ও প্রায় আড়াই শ’ বাড়ির সাড়ে ৫শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
×