ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা কালিদাস হত্যা মামলা ১৯ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ১২:০৪, ২১ আগস্ট ২০১৯

আওয়ামী লীগ নেতা কালিদাস হত্যা মামলা ১৯ বছরেও শেষ হয়নি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আওয়ামী লীগ নেতা চিতলমারী উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট কালিদাস বড়ালকে হত্যার ১৯ বছর পূর্ণ হলেও আজও মামলাটি বিচারাধীন। জনপ্রিয় এই নেতার স্মরণে মঙ্গলবার সকালে চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, দুস্থদের প্রসাদ বিতরণ করা হয়। এ সময় নিহতের বড় ভাই চিতলমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নিহতের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হ্যাপী বড়াল, জেলা পরিষদের সদস্য মোহন আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা বড়াল ঝর্ণা, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শম্ভুনাথ রায়, অমিতাভ বড়াল বাপ্পীসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, ২০০০ সালের ২০ আগস্ট সকালে বাগেরহাট শহরের সাধনা মোড়ে সশস্ত্র সন্ত্রাসীরা কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও জনসভা হয়েছিল। এ ঘটনা তখন সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। হত্যার ১৩ বছর পর ২০১৩ সালের ৫ জুন রায় ঘোষণা করেন বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত। মামলার রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদ- এবং তিনজনকে যাবজ্জীবন কারাদ- দেন। আসামিদের মধ্যে নয়জন বেকসুর খালাস পান। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেন আসামি পক্ষ। আপীল শুনানি শেষে হাইকোর্ট ২০১৮ সালের ১১ ডিসেম্বর মৃত্যুদ-াদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে তিনজন এবং যাবজ্জীবন সাজার তিন আসামিকে খালাস দেন। আসামিদের করা আপীল ও মৃত্যুদ- পাওয়া আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদ-াদেশ নিশ্চিকরণের আবেদন) শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
×