ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ১২:০৩, ২১ আগস্ট ২০১৯

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মঙ্গলবার ভোরে মহানগরীর বাদামতলী মোড়ে কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশের এক এসআই। উদ্ধারের পর শিশুটিকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নেয়া হয়। ডবলমুরিং পুলিশ জানায়, আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে তিনটি কুকুর নবজাতকটিকে নিয়ে টানাটানি করছিল। ঘটনাটি দেখতে পান দায়িত্বরত এসআই মোস্তাফিজুর রহমান। রাতের ডিউটি শেষ করে তিনি পথ দিয়ে যাওয়ার সময় এটি প্রত্যক্ষ করেন। এতে তার কৌতুক সৃষ্টি হয়। এগিয়ে গিয়ে দেখেন একটি সদ্যজাত শিশু এবং তা এ সময় ওই পথ দিয়ে প্রাতভ্রমণে থাকা এক নারীর সাহায্য চাইলে তিনিও এগিয়ে আসেন। কুকুরগুলোকে সেখান থেকে তাড়িয়ে নবজাতকটিকে কাপড় দিয়ে মুড়িয়ে প্রাতভ্রমণে আসা নারীকে সঙ্গে নিয়ে এসআই মোস্তাফিুজর মা ও শিশু হাসপাতালে যান। হাসপাতালে শিশুটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে চমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তখন তিনি চমেক হাসপাতালে যাওয়ার জন্য রওয়ানা দেন। এ সময় বাদামতলী মোড় দিয়ে যাওয়ার পথে এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখেন। খোঁজ নিয়ে জানতে পারেন ওই যুবতী মানসিক ভারসাম্যহীন। রাস্তাই থাকে। নাম জিজ্ঞাসা করলেও কোন কথা বলছিল না। শুধু রাস্তার উল্টো দিকে হাত দিয়ে দেখাচ্ছিল। এই ভারসাম্যহীন নারীর আকার ইঙ্গিতে বুঝা গেল নবজাতকটি তারই ঔরশজাত। এসআই মোস্তাফিজুর ভারসাম্যহীন ওই মহিলাসহ শিশুটিকে নিয়ে চমেক হাসপাতালে যাওয়ার পর তাদের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, মা ও শিশু দুজনই সুস্থ আছে। শিশুটিকে শিশু ওয়ার্ডে এবং ভারসাম্যহীন মহিলাকে গাইনি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
×