ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গুবিষয়ক সভা

প্রকাশিত: ১১:৫৮, ২১ আগস্ট ২০১৯

ডেঙ্গুবিষয়ক সভা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২০ আগস্ট ॥ ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিএইচও নূর মোঃ শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল, ডাঃ সুবীর সরকার, সুদেব সরকার, আলক কান্তি তালুকদার, তানবীর হাসান, আজিজুর রহমান, শ্যামল চৌধুরী সম্ভু নাথ সরকার প্রমুখ। বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২০ আগস্ট ॥ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মারজানা আক্তার লিজা নামে কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারী আইন অমান্য করে বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সেতরা গ্রামের ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার টামটা ইউনিয়নের সেতরা গ্রামের মারজানা আক্তার লিজার সঙ্গে পাশবর্তী কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের মাজহারুল ইসলামের বিবাহের আয়োজন হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও শিরীন আক্তার ও শাহরাস্তি থানা পুলিশ।
×