ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীর খোদাদিলা গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৫৭, ২১ আগস্ট ২০১৯

নরসিংদীর খোদাদিলা গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের একটি বাড়ি থেকে ১৪০টি টেঁটা, ৬২টি ককটেল এবং ৫টি রামদা উদ্ধার করেছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির হোসেন এবং হাসান গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয় পরবর্তীতে সোমবার ভোরে উভয়পক্ষ উত্তেজিত হয়ে একপক্ষ অপরপক্ষের উপর অতর্কিত হামলা চালায় এবং ২০/২৫ টি বাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এ সময় খোদাদিলা গ্রামের আলাউদ্দিনের বাড়ির উত্তর ভিটার চৌ-চালা টিনের ঘরের পূর্ব পাশ থেকে ১৪০টি টেঁটা এবং বারান্দার পশ্চিম পাশের রুমের খাটের উপর থেকে ছোট বড় ৮টি বালতির মধ্যে লাল, কালো ও হলুদ রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৬২টি ককটেল এবং ৫টি রামদা উদ্ধার করে। পরে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম এসে এলাকার দূরবর্তী ফাঁকা জায়গায় ককটেগুলো নিষ্ক্রিয় করে। রাজশাহীতে ১৫ ঘণ্টা পর ছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরের বাসাবড়ি থেকে অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রীকে ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পুরান তাহেরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছিল। মঙ্গলবার ভোরবেলায় উপজেলার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে টহল পুলিশ। এর আগে উপজেলার কয়াজামপুরে দশম শ্রেণীর শিক্ষার্থীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবার। অভিযোগের তীর ছুড়ে উপজেলায় আওয়ামী লীগ নেতা টুটুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ওই ছাত্রীর মাকে মারপিট করে এবং বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারসহ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি।
×