ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোমারে বিরতিহীন ট্রেন দাবি

প্রকাশিত: ১১:৫৭, ২১ আগস্ট ২০১৯

ডোমারে বিরতিহীন ট্রেন দাবি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর হয়ে দিবাকালীন বিরতিহীন ঢাকাগামী ও ঢাকা হতে রাত্রীকালীন একইভাবে বিরতিহীন ট্রেনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে ডোমার উপজেলাবাসী। সোমবার রাত সাড়ে আটটায় ডোমার রেলস্টেশনে ‘অগ্রগতির বাহনই হচ্ছে রেল, রেলের উন্নয়ন মানে রাষ্ট্রের ও রাষ্ট্রের মানুষের উন্নয়ন’- এই সেøাগানকে সামনে রেখে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ওই কর্মসূচী পালন করা হয় দুই ঘণ্টাব্যাপী। কর্মসূচী চলাকালীন ডোমার উপজেলা রেল যোগাযোগ রক্ষা কমিটির আহ্বায়ক ও সুজনের ডোমার উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন আবু ফাত্তাহ কামাল পাখি, আসাদুজ্জামান হিল্লোল, এমদাদুল হক মাসুম, নুরুজ্জামান বাবলা, রাশেদুল ইসলাম আপেল প্রমুখ । বক্তরা বলেন, অচিরেই বিরতীহীন ট্রেন চালু করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। উল্লেখ্য যে এর আগে দুই দফায় নীলফামারী বড় রেলস্টেশন চত্বরে নীলফামারী জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে একই কর্মসূচী পালন করা হয়। নেত্রকোনায় ভুয়া চক্ষু চিকিৎসকের লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ আগস্ট ॥ ভুয়া চক্ষু চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদ-, অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রামমাণ আদালত। দ-প্রাপ্ত ব্যক্তির নাম মোজাম্মেল হক(৪৩)। তিনি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহলী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সোমবার রাতে অর্থদ-ের টাকা পরিশোধ করে তিনি ছাড়া পান। জানা গেছে, মোজাম্মেল হক একজন চিকিৎসা সহকারী। প্রাথমিক চিকিৎসক হিসেবে তার প্রশিক্ষণ আছে। কিন্তু নিজেকে চক্ষু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তিনি কেন্দুয়ার রামপুর বাজারসহ বিভিন্নস্থানে চেম্বার খুলে দীর্ঘদিন যাবত চোখের চিকিৎসা করে আসছিলেন। এমনকি ব্যবস্থাপত্রে উচ্চমাত্রার এ্যান্টিবায়োটিকও লিখতেন তিনি। এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় র‌্যাব-১৪ (সিপিসি-২) এর সদস্যরা রামপুর বাজারের সাইদুল ইসলামের ‘মায়ের দোয়া’ ফার্মেসি সংলগ্ন তার চেম্বারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের কাছে তিনি তার চিকিৎসক পেশার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি।
×