ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়েটে ভর্তি পরীক্ষা ১৮অক্টোবর

প্রকাশিত: ১১:৫৬, ২১ আগস্ট ২০১৯

কুয়েটে ভর্তি পরীক্ষা ১৮অক্টোবর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড, ওয়েবসাইট (িি.িশঁবঃ.ধপ.নফ) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা সোমবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার তিন বখাটে হলো, নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মোস্তাক আহমেদের ছেলে বকুল আহমেদ, রাজপাড়া থানার আলীর মোড় এলাকার দুলাল হোসেনের ছেলে শাহানুর হোসেন খোকন এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে রিপন ম-ল। উল্লেখ্য, গত ১০ আগস্ট ঈদের কেনাকাটা করে বাসায় ফিরছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। নগরীর সাহেববাজার মনিচত্বর এলাকায় আসার পর একদল বখাটে তার স্ত্রীকে ধাক্কা দেন। এতে বখাটেদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। পরে রাশিদুল স্ত্রীকে নিয়ে অটোরিক্সায় উঠেন। এ সময় বখাটেরাও আরেকটি অটোরিক্সায় উঠে তার স্ত্রীকে কটূক্তি করতে থাকেন। শিক্ষক রাশিদুল প্রতিবাদ করলে বখাটেরা অটোরিক্সা থেকে নেমে গিয়ে শিক্ষককে মারধর করে।
×