ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে দুর্যোগ সহনীয় ১৭৬ বাড়ি নির্মাণ

প্রকাশিত: ১১:৫৪, ২১ আগস্ট ২০১৯

যশোরে দুর্যোগ সহনীয় ১৭৬ বাড়ি নির্মাণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সারাদেশের মতো যশোরেও প্রথমবারের মতো দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় যশোরের ৮ উপজেলার অসচ্ছল, ঘরহীন, নদীভাঙ্গনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, মুক্তিযোদ্ধা পরিবারসহ ১৭৬টি পরিবারের মধ্যে পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম। সূত্র মতে, শার্শা উপজেলায় ২৩, চৌগাছা উপজেলায় ২৪, সদর উপজেলায় ২০, ঝিকরগাছা উপজেলায় ২১, বাঘারপাড়া ২৩, অভয়নগর উপজেলায় ২০, মণিরামপুর উপজেলায় ২২, কেশবপুর উপজেলায় ২৩ সর্বমোট ১৭৬ বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িগুলোর ইটের গাঁথুনি দিয়ে পিলার হবে, স্টিলের দরজা-জানালা, অত্যাধুনিক রঙ্গিন টিনের ছাউনি, ১০ ফুট লম্বা ও ১০ ফুট আয়তনের ২ কক্ষের বাড়ি, একটি স্টোর রুম, একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন। উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে দুর্যোগ প্রতিরোধী এমন বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দিচ্ছে সরকার। ২০১৮-১৯ অর্থবছরে প্রত্যেকটি বাড়ি নির্মাণে সরকারের খরচ ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা গ্রামে প্রতিবন্ধী জাহানারা আক্তার বলেন, প্রথমে জমির জটিলতা নিয়ে ঘর পাওয়া নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়। জমির কাগজপত্র ও দুর্যোগ সহনীয় বাড়ি পাওয়ার জন্য কাগজপত্র যাচাই-বাছাই হওয়ার পর ৪০০ বর্গফুট জমির ওপর আমার বাড়ি নির্মাণ করছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। ঘর পেয়ে আমার মা বাবা ও সন্তানদের নিয়ে ভালভাবে থাকতে পারব। ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আমেনা বেগম বলেন, অনেকদিন আশ্রয়হীন ছিলাম, ভিক্ষা করে দিন কাটত। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বাড়ি পেয়ে ভালভাবে দিন কাটছে আমেনা বেগমের মতো অনেকের। এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বলেন, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঝিকরগাছা উপজেলাতে বিভিন্ন জরিপের মাধ্যমে গৃহহীনদের দুর্যোগ সহনীয় বাড়ি দেয়া হচ্ছে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষের দিকে। এ বিষয়ে যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের বাস্তবায়নে যশোরের ১৭৬টি পরিবারের মধ্যে দুর্যোগ সহনীয় বাড়ি করে দিচ্ছে সরকার।
×