ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ স্থগিত

যে কোন সময় নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন

প্রকাশিত: ১১:৫২, ২১ আগস্ট ২০১৯

যে কোন সময় নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহ স্থগিত করেছে আপীল বিভাগ। ফলে প্রজ্ঞাপন প্রকাশে আর বাধা রইল না। মঙ্গলবার এ আদেশ প্রদান করেছে। সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহ স্থগিত করেছে আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আগের দিন এ বিষয়ে শুনানি শেষে মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেন আপীল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। নোয়াবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও মোঃ ইউসুফ আলী। বাজেট নিয়ে প্রশ্ন তোলায় কর্মকর্তাকে তলব ॥ হটলাইন চালু করতে দেয়া বাজেট নিয়ে প্রশ্ন ওঠায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুনকে তলব করেছে আদালত। আগামী ২৭ আগস্ট হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
×