ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন ধর্ষক গ্রেফতার

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ

প্রকাশিত: ১১:০৮, ২১ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ এবার এক নৃত্যশিল্পীকে (২৩) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার কনকর্ড ফ্যাক্টরি এলাকায় স্বামীকে বসিয়ে রেখে পরিত্যক্ত কাশবনে নিয়ে নৃত্যশিল্পীকে পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। সোমবার দুপুরে একটি কোম্পানির অনুষ্ঠানে নৃত্য করার কথা বলে কাশবনে নিয়ে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় সোমবার রাতে ওই ধর্ষিতা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর সোনারগাঁ থানা পুলিশ ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান হিমেল, শফিকুল ইসলাম রনি ও মোঃ সজিব নামে তিন যুবককে গ্রেফতার করেছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী পেশায় একজন নৃত্যশিল্পী। তার একটি নৃত্যের দল রয়েছে। বিভিন্ন স্থানে চুক্তির বিনিময়ে বিয়ে, সুন্নতে খাতনা, গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করে থাকেন। সোনারগাঁয়ের সুচারগাঁও গ্রামের মাহমুদুল হাসান হিমেল ওই নৃত্যশিল্পী, তার স্বামী, নৃত্য সহযোগীসহ ছয় হাজার টাকা চুক্তিতে তাকে অনুষ্ঠান করার জন্য দড়িকান্দি এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত হিমেল তাকে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে বলে। প্রস্তুত হওয়ার জন্য নৃত্যশিল্পীর স্বামীসহ অন্যদের কনকর্ড ফ্যাক্টরির পরিত্যক্ত আনসার ব্যারাকে বসিয়ে রেখে হিমেলের বাড়িতে ড্রেস পরিবর্তনের কথা বলে নৃত্যশিল্পী ও তার সহযোগী শিল্পীকে কাশবনের ভেতরে নিয়ে যায়। এ সময় কাশবনের ভেতরে আগে থেকে ওঁৎপেতে থাকা কালিগঞ্জের শফিকুল ইসলাম রনি, মোঃ সজিব, মোঃ সানজিদ ও বন্দরের সিয়াম সহযোগী শিল্পীকে দেশীয় অস্ত্রের মুখে আটক করে নৃত্যশিল্পীকে ৫জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
×