ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে ॥ মতিয়া

প্রকাশিত: ১১:০৬, ২১ আগস্ট ২০১৯

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে  হবে ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মদদেই পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের উত্থান হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যার চক্রান্ত করা হয়। এই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ভয়াল ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশ এগিয়েছে। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই এই অগ্রযাত্রাকে বারবার রুখে দেয়ার ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, বিএনপি নামের মানে হলো- ‘বাংলাদেশ নাউ পাকিস্তান’। এদের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এ সময় শেখ হাসিনার হাতেই বাংলাদেশ সবচেয়ে নিরাপদ বলেও মন্তব্য করে অগ্নিকন্যা খ্যাত সাবেক এই মন্ত্রী। সভাপতির বক্তব্যে শেখ হাসিনাকে ‘হত্যা চেষ্টাকারী বিএনপিকে’ সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানান যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়।
×