ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে ২০০ মে.ও সৌর বিদ্যুত প্রকল্প অনিশ্চিত

প্রকাশিত: ১১:০৩, ২১ আগস্ট ২০১৯

টেকনাফে ২০০ মে.ও সৌর বিদ্যুত প্রকল্প অনিশ্চিত

রশিদ মামুন ॥ নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুত উৎপাদনের সব থেকে বড় প্রকল্প নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। চুক্তি অনুযায়ী টেকনাফে ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি সিঙ্গাপুরের কোম্পানি সান এডিশন হোল্ডিং প্রাইভেট লিমিটেড। সঙ্গত কারণে চুক্তি বাতিলের নোটিস দিলে আন্তর্জাতিক আদালতে পিডিবির বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। কাজ নিয়ে কাজ করতে না পেরে উল্টো মামলা করে পিডিবিকে হয়রানি করার অভিযোগ উঠেছে সিঙ্গাপুরের এই কোম্পানির বিরুদ্ধে। পিডিবি সূত্র জানায়, সোলার বিদ্যুত কেন্দ্রের কাজ নেয়ার সময় নির্দিষ্ট কোন এলাকায় জমি ক্রয়ের বিষয়ে ভূমি মালিকদের সঙ্গে একটি সমঝোতা স্মারক দিতে হয়। কিন্তু পরে দেখা যায়, ওইসব জমি আর সংগ্রহ করতে পারে না উদ্যোক্তা প্রতিষ্ঠান। এতে করে আর সোলার বিদ্যুত কেন্দ্র নির্মাণ সম্ভব হয় না। এক মেগাওয়াট বিদ্যুতের জন্য প্রয়োজন হয় সাড়ে তিন একর জমি। এই হারে হিসেব করলে সান এডিশনের ২০০ মেগাওয়াটের জন্য জমি প্রয়োজন ছিল ৭০০ একর। কিন্তু এত বড় জমি কেনার যে কথা সান এডিশন বলেছিল তা আদৌ সংগ্রহ করতে পারেনি। উল্টো তারা স্থান পরিবর্তনের আবেদন করেছিল। কিন্তু বিদ্যুত ক্রয় চুক্তি অনুযায়ী যেখানে কেন্দ্র নির্মাণের কথা ছিল পিডিবি সেখানেই কেন্দ্র নির্মাণের বিষয়ে অনড় থাকলে গোল বাঁধে। পিডিবি সূত্র বলছে, সান এডিশন টেকনাফে জমি সংগ্রহের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করার চেষ্টা করে। তারা যে আবেদন করেছিল তাতে বলা হয়েছিল মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গাদের জন্য টেকনাফে তাদের জমি পেতে কষ্ট হচ্ছে। কিন্তু পিডিবি বলছে সান এডিশন যেখানে কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে তার কাছাকাছি জায়গাতে টেকনাফে একটি ২০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে এসেছে। তাদের কোন সমস্যা না হলে সান এডিশনেরও কোন সমস্যা হওয়ার কথা নয়। জমি সংগ্রহ না করতে পেরে প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত করতে এই অজুহাত দেখানো হচ্ছিল বলে পিডিবির তরফ থেকে জানানো হয়েছে। জানতে চাইলে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ জানান, এখন যারাই কাজ না করতে পারবে তারাই মামলা করবে। কিন্তু আমরা ভীত নই। আমরা কারও প্রতি কোন অন্যায় করিনি। আমরা এই মামলায় জিতব। তিনি বলেন, পারফরমেন্স গ্যারান্টি যাতে আমরা নিয়ে নিতে না পারি এই জন্যই মামলাটি করা হয়েছে। পিডিবির তরফ থেকে বিদ্যুত বিভাগকে এত প্রতিবেদনে গত মাসে বলা হয়েছে গত ৪ জুলাই সান এডিশন আন্তর্জাতিক আদালতে তাদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। হংকং-এর আদালতে মামলার শুনানি হবে আগামী বছর অর্থাৎ ২০২০ সালে। আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার জন্য বিদ্যুত উন্নয়ন বোর্ড আইনজীবী নিয়োগ দিয়েছে। সূত্রমতে ২০১৭-এর ৮ জানুয়ারি সান এডিশনের সঙ্গে পিডিবি বিদ্যুত ক্রয় চুক্তি করে। তবে তখন সান এডিশনের সঙ্গে সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেড নামে অন্য একটি কোম্পানি সম্পৃক্ত ছিল। চুক্তির সময় সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেডের বিষয়টি পিডিবির তরফ থেকে জানানো হলেও এখন শুধু সান এডিশনের কথাই বলা হচ্ছে। পিডিবি এবং মন্ত্রণালয় সূত্র বলছে, ২০১৫-এর অক্টোবরে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুর ভিত্তিক সান এডিশন এনার্জি হোল্ডিং প্রাইভেট লিমিটেডের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করে। তখন প্রতি ইউনিট বিদ্যুত ১৭ সেন্ট দেশীয় মুদ্রায় ১৩ টাকা ২৬ পয়সায় কেনার অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে সরকারের তরফ থেকে বলা হয়, সান এডিশন নিজেদের দেউলিয়া ঘোষণা করায় প্রকল্পটি আর হচ্ছে না। এক বছর দু’মাস পরে এসে একই দামে নির্দিষ্ট সেই প্রকল্পের চুক্তি করে পিডিবি।
×