ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে উদ্ধার আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়

প্রকাশিত: ১০:৫৭, ২১ আগস্ট ২০১৯

কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে উদ্ধার আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়

স্টাফ রিপোর্টার ॥ গত সোমবার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগির বাথরুম থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃত আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার আগে আসমা গণধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের ধারণা। বিষয়টি নিশ্চিত হতে আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে আসমা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ সোমবারই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ প্রদীপ বিশ্বাস জানান, আসমাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আসমার গলায় শ্বাসরোধ করার দাগ আছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে মনে হচ্ছে, হত্যার আগে আসমা একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষিত হয়েছে। এমন আলামতও মিলেছে। তারপরেও বিষয়টি নিশ্চিত হতে আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত রবিবার সকালে পঞ্চগড় থেকে ওই তরুণী নিখোঁজ হয়েছিল। নিহত আসমা পঞ্চগড় সদর উপজেলার শীলপাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে ছিল। সে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত।
×