ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই ॥ ফখরুল

প্রকাশিত: ১০:৫৬, ২১ আগস্ট ২০১৯

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার’ (এনআরসি) নামক একটি সংগঠন আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশ এখন ভয়াবহ সঙ্কটে মন্তব্য করে ফখরুল বলেন, এ পরিস্থিতিতে দেশ বাঁচাতে খালেদা জিয়ার মুক্তি অনিবার্য। তাঁকে মুক্ত করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নেয়া সরকার প্রতিষ্ঠায় নতুন নির্বাচন করতে হবে। এর বাইরে দেশের জনগণের সঙ্কট উত্তরণ হবে না। এবারের ঈদে কাঁচা চামড়ার বাজারে ধস নামার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য চামড়া ক্রয় করেছিল সময় মতো তা বিক্রি না হওয়ায় অর্ধেকের বেশি চামড়া নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর মহল পর্যন্ত দেশ আজ লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ‘এ সরকার ফর দ্য লুটেরাস, বাই দ্য লুটেরাস এবং অব দ্য লুটেরাস।’ ফখরুল বলেন, সরকারের ব্যর্থতায় চামড়া শিল্প চরম বিপাকের মধ্যে পড়েছে। কোরাবানির ঈদে চামড়ার মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এতিমখানাগুলো। এতিমখানাগুলোতে কোরবানির পশুর চামড়া থেকেই বছরের অর্ধেক অর্থের সংস্থান হয়। কিন্তু এবার চামড়ার দাম না পাওয়ায় এসব প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমাদের এখানে ‘ম্যানুফেকচারিং ইন্ডাস্ট্রিস’ গড়ে উঠছে না। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিস বলতে গার্মেন্টস।
×