ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতাসের ভ্রাম্যমাণ আদালত ॥ সাড়ে ৫শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:৩২, ২০ আগস্ট ২০১৯

তিতাসের ভ্রাম্যমাণ আদালত ॥ সাড়ে ৫শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় তিন কিলোমিটার এলাকার গ্যাস লাইন ও প্রায় আড়াইশ’ বাড়ির সাড়ে ৫শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপি ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়ার নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী ও নিয়ামত সড়ক এলাকার চারটি স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি, দুই ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের প্রায় ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ একহাজার মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এতে প্রায় আড়াইশ’ বাড়ীর সাড়ে ৫শ’টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহার কারীরা পালিয়ে যায়। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক প্রকৌ. শবিউল আওয়াল, প্রকৌ. আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ, প্রকৌ. মির্জা মো. মামুনুর রহমান ও মোঃ রেজাউল হকসহ তিতাস গ্যাস ও প্রশাসনের প্রমূখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকৌশলী অজিত চন্দ্র দেব আরো জানান, প্রায় দেড় বছর আগে একই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে তিতাস গ্যাস অফিসের কোন অনুমোদন না নিয়ে কতিপয় অসাধু ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে এসব বাসা বাড়ীতে সংযোগ প্রদান করা হয়। এ গোপন সংবাদ পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার ওই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্দ করে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
×